Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নের ইতিহাস

ঝিনাইদহ জেলা শৈলকুপা উপজেলার একটি অতিমাত্রায়  অতীত কে নয় বর্তমান প্রজন্মকে সঠিক পথে সু-শিক্ষায় শিক্ষিত করে এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে দেশ ও সমাজের উন্নয়নের দুয়ার উন্মোচন করতে সদা প্রস্তূত ধলহরাচন্দ্র  ইউনিয়ন পরিষদ।

                 ধলহরাচন্দ্র একটি গ্রাম কেন্দ্রীক ইউনিয়ন। । ঝিনাইদহ জেলার শৈলকুপা  উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ধলহরাচন্দ্র ইউনিয়ন । প্রথম থেকে আজ পর্যন্ত ধলহরাচন্দ্র ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

 

ক) নাম ০৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদ

(খ) আয়তন: ৩০.০০ বর্গ কিলোমিটার।

(গ) লোকসংখ্যা: ২৪৩৫৭ জন।

(ঘ) মোট গ্রাম: ২৭টি।

(ঙ) মৌজার সংখ্যা: ১০টি।

চ) হাট/বাজার সংখ্যা -০১টি।

ছ) উপজেলা থেকে যোগাযোগ মাধ্যম – বাস/ ভ্যান/ইঞ্জিন চালিত ভ্যান/মোটরসাইকেল