Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদ।
বিস্তারিত

৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদ স্থাপিত হয় ১৯৮৫সালে। কমপ্লেক্স ভবন নির্মাণ হয় ২০১৪ সালে।

ঝিনাইদহ জেলা শৈলকুপা উপজেলার একটি অতিমাত্রায়  অতীত কে নয় বর্তমান প্রজন্মকে সঠিক পথে সু-শিক্ষায় শিক্ষিত করে এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে দেশ ও সমাজের উন্নয়নের দুয়ার উন্মোচন করতে সদা প্রস্তূত ধলহরাচন্দ্র  ইউনিয়ন পরিষদ। 

                 ধলহরাচন্দ্র একটি গ্রাম কেন্দ্রীক ইউনিয়ন। । ঝিনাইদহ জেলার শৈলকুপা  উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ধলহরাচন্দ্র ইউনিয়ন । প্রথম থেকে আজ পর্যন্ত ধলহরাচন্দ্র ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

 

ক) নাম – ০৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদ

(খ) আয়তন: ৩০.০০ বর্গ কিলোমিটার।

(গ) লোকসংখ্যা: ২৪৩৫৭ জন।

(ঘ) মোট গ্রাম: ২৭টি।

(ঙ) মৌজার সংখ্যা: ১০টি।

চ) হাট/বাজার সংখ্যা -০১টি।

ছ) উপজেলা থেকে যোগাযোগ মাধ্যম – বাস/ ভ্যান/ইঞ্জিন চালিত ভ্যান/মোটরসাইকেল