কি কি সেবা পাবেন ?

                                                                          ০৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদ

                                                                 ইউনিয়ন তথ্য সেবা ও প্রশিক্ষন একাডেমি

ইউনিয়ন তথ্য ও প্রশিক্ষন একাডেমিতে সুলভ মূল্যে বাণিজ্যক সেবা পাওয়া যাবে।

যেমন: ইমেইল পাঠানো, ইন্টারনেট ব্রাউজ করা, কম্পিউপার কম্পোজ করা, ছবি তোলা(কালার), স্কানিং করা, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ক্যামেরা ভাড়া দেওয়া প্রভৃতি।

 

কম্পিউটার কম্পোজ:

বায়োডাটা/জীবন বৃত্তান্ত/ কারিকুলাম ভিটা/ সিভি/ হালখাত্র চিঠি/চিঠি/ দরখাস্ত/ চারিত্রিক সনদ/ প্রত্যায়ন পত্র/ বিবাহিত/অবিবাহিত সনদ/ অভিভাবকের অনুমতি পত্র/জন্ম সনদ/ ইংরেজী জন্ম সনদ/যাবতীয় প্রশ্ন পত্র কম্পোজ করা হয়।

বি:দ্র: অনান্য কম্পিউপারের দোকান হতে সুলভ মুল্যে করা হয়।

 

ইন্টারনেট:

ইন্টারনেটের মাধ্যমে জীবিকা ভিত্তিক বিভিন্ন তথ্য সেবা। যেমন: কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, মানবাধিকার এছাড়া, ইমেইল,চাকরীরি দরখাস্ত ইত্যাদি করা হয়।

 

কম্পিউটার প্রশিক্ষন:

এখানে কম্পিউটার প্রশিক্ষন দেওয়া হয়, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, ফটোশপ, ইন্টারনেট ইত্যাদি।

ফটোতোলা:

ছবি তোলা হয় ৫ মিনিটেই প্রিন্ট দেওয়া হয়।

এছাড়া, মীল্টিমিডিয়া প্রজেক্টর, ক্যামেরা ভাড়া দেওয়া হয়।